আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অন্যরকম মজার একটি গেমস যার নাম The Chronicles of Narnia The Lion the Witch and the Wardrobe তাও আবার Highly Compressed 222MB আর ডাউনলোড লিংক তো থাকছেই রিভিউ এর পাশাপাশি।
একনজরে দেখে নেওয়া যাক
গেমসটির Story খুব সুন্দর যার মূল চরিত্রে থাকবে দুই ভাই এবং দুই বোন, তারা যেখানে বসবাস করতো সেখানে যুদ্ধ আরম্ভ হয়ে যায় যার কারনে তারা অন্যদেশে চলে আসে আর এখান থেকেই রহস্যের শুরু।সেখানে তাদের স্কুলে ভর্তি করানো হয়। একদিন খেলার ছলে তারা প্রফেসরের জানালার কাচ ভেঙ্গে ফেলে তাই ভয়ে লুকানোর জায়গা খুজতে গিয়ে এক বিশাল আলমারিতে ঢুকে পড়ে তারা তো আর জানত না তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে।পিছাতে গিয়ে হোচট খায় বরফে এর মানে আলমারির বদৌলতে তারা Narnia এর দুনিয়ায় প্রবেশ করে।যেখানে শাষন করছে White Witch আর সাথে শোষন।তার বিরুদ্ধে লড়াই করে জিততে হবে তাতে বরফের দেশে সূর্যের মুখ দেখা যাবে, আর সাথে চার ভাইবোন হয়ে যাবে রাজা রাণী এই হচ্ছে গেমসটির মূল সার সংক্ষেপ।
গেমসটিতে দেখতে পাবেন অদ্ভুত সব প্রানী হয়তো উপরেরটা মানুষের মত নিচে রয়েছে ঘোড়ার ক্ষুরের মত।কেউ বা শিং ওয়ালা আর যা আছে তার সবগুলোর নাম আমি ঠিকমত জানিনা তাই আপনার জানার ইচ্ছা থাকলে পোষ্টের নিচের লিংক থেকে ডাউনলোড করে যুদ্ধ করে জেনে নিন।
গেমসটি সম্পর্কে জেনে নেওয়া যাক
The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe গেমসটি এসেছে উপন্যাস থেকে নেওয়া The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe মুভিটি থেকে।
গেমসটি মুক্তি পেয়েছিল ১৪ই নভেম্বর ২০০৫ইং সালে।
এই গেমসটি অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার টাইপের গেমস।
PlayStation 2, Xbox 360, Xbox, PlayStation 3, Nintendo DS, Game Cube, Game Boy Advance, Play Station Portable, Microsoft Windows প্লাটফর্ম থেকে খেলা যাবে।
তবে আমি শুধু উইন্ডোজে যেটা খেলা যাবে সেটা শেয়ার করছি।অন্যদিকে গেমসটি ডেভেলোপ করেছে Nintendo, Traveller's Tales, Sony Interactive Entertainment, Griptonite Games এবং প্রকাশনায় ছিল Nintendo, Disney Interactive Studios, Traveller's Tales.
The Chronicles of Narnia The Lion the Witch and the Wardrobe গেমসটি আপনি চাইলে Single অথবা Multiplayer Mode এ খেলতে পারবেন।
গেমসটি খেলতে সর্বনিম্ন যা প্রয়োজন হবে
অবশ্যই ডাউনলোড করার আগে দেখে নিন নিচের কনফিগ আছে কিনা নয়তো এড়িয়ে যান।
সর্বনিম্ন কনফিগ | |
---|---|
অপারেটিং সিস্টেম | উইন্ডোজ XP/Vista/7/ 8/10 |
প্রসেসর | Intel Pentium 4 @ 1.4 GHz |
র্যাম / ভিডিও মেমোরি | 512 MB / 64 MB |
হার্ড ড্রাইভ | 2 GB |
ভিডিও কার্ড | Directx 9 সাপোর্টেড গ্রাফিক্স কার্ড |
গেমসটির কিছু চিত্র
যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না যেন
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং MyMovie4U.
Follow Us