মন খুলে হাসুন এতে মন এবং স্বাস্থ্য দুটোই ভাল থাকবে কিন্তু অহেতুক কি হাসা যায় তার জন্য তো বিনোদন প্রয়োজন তাই আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি Hollywood Movies নিয়ে। তো চলুন শুরু করা যাক।


পল 
Paul মুভিটিও সাইন্স-ফিকশন মুভি আর সরাসরি এলিয়েন তো আছেই।জেনে নেওয়া যাক মুভি সম্পর্কে
প্রথম প্রকাশিত হয় ১৪ই ফেব্রুয়ারী ২০১১ইং সালে (United Kingdom)
৫ই জুলাই ২০১১ইং সালে (ফ্রান্স)
পরিচালকঃ Greg Mottola
বক্স অফিস হিটঃ ৯৮ মিলিয়ন ইউএসডি
ফিচার হিসাবে সংযোজন করা হয়েছে All Over the World গানটি।
কোয়ালিটি ৪৮০পিস
মুভি সংক্ষিপ্তঃ গত 60 বছর ধরে, পল (এলিয়েন) নামের একজন  মার্কিন যুক্তরাষ্ট্রের ইউ.এফ.ও হেরাল্ডের শীর্ষ সামরিক বাহিনীতে বসবাস করেছেন।এক সময় পল এর মনে হয় তার যথেষ্ট পৃথিবী ভ্রমন হয়ে গেছে এবার নিজের গন্তব্যে ফেরা উচিত যেই ভাবা সেই কাজ পালালো সেখান থেকে।
ঘটনাক্রমে দেখা হয়ে গেল ঘুরতে আসা গ্রিমে (সিমন পেগ) এবং ক্লাইভ (নিক ফ্রস্ট) নামে দুটি ব্রিটিশ বিজ্ঞ-বিজ্ঞানী যারা বেড়াতে এসেছে তাদের সাথে যোগ দিল পল।
এদিকে পলকে খুজছে সরকারী বাহিনী পল এবং বিজ্ঞানীরা দৌড়ের উপর। এত বিপদের মাঝে ঘটনাক্রমে কিডন্যাপ করে ফেলে একটি মেয়েকে, মেয়ের বার পল শয়তান ভেবে বসে এবং মেয়েকে বাচাতে পিছু নেয়।সবাই মিলে কি পারবে পল কে রক্ষা করতে।
অন্যদিকে পল এর রয়েছে কিছু নিজস্ব শক্তি সব মিলিয়ে মুভিটা খারাপ না তাই বিস্তারিত জানতে মুভিটি ডাউনলোড করে দেখুন।



তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।