মন খুলে হাসুন এতে মন এবং স্বাস্থ্য দুটোই ভাল থাকবে কিন্তু অহেতুক কি হাসা যায় তার জন্য তো বিনোদন প্রয়োজন তাই আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি Hollywood মুভি নিয়ে। তো চলুন শুরু করা যাক।

1.Rocket Man 1997


মুভিটি মুক্তি পেয়েছিল ১০ই অক্টোবর ১৯৯৭ ইং সালে (USA)
পরিচালকঃ Stuart Gillard
মুভি নির্মানে জড়িত ছিল The Walt Disney Company, Walt Disney Pictures, Caravan Pictures
মুভিটি নির্মানে খরচ হয়েছিল ১৬ মিলিয়ন ইউএসডি।
যা অভিনয় করেছেন Harland Williams Fred Z, Randall Jessica Lundy (Julie Ford), Nesbitt Jeffrey DeMunn (Paul Wick), Jeffrey DeMunn Paul Wick.
কোয়ালিটি ৪৮০পিস
কি মুভিটি ১৯৯৭ দেখে ভাবছেন দাদার আমলের তাই না। কিন্তু সাল দেখে এই মুভিটিকে নিয়ে কথা বললে হবে না কারন এটি একটি সাইন্স-ফিকশন মুভি, তাও আবার মহাকাশ ভ্রমন নিয়ে।আর যারা Disney মুভি গুলো দেখেছেন তারাই একমাত্র বলতে পারবে ওদের মুভি গুলো সম্পর্কে।
সংক্ষিপ্ত গল্পঃ প্রথমেই দেখা যাবে ফ্রেড কে চলন্ত ওয়াশিং মেশিনের ভিতর বসে মহাকাশ নিয়ে কল্পনা করতে কিন্তু সেটা তার ছোট বেলার কথা বর্তমানে সে বড় হয়েছে তার কল্পনাকে রুপ দিয়েছে বাস্তবে।NASA মঙ্গলগ্রহে মানুষ পাঠাবে আর এজন্য প্রশিক্ষন চলছে আর ফ্রেড একটি প্রোগ্রাম তৈরী করেছে NASAর জন্য।
মঙ্গল যাওয়ার প্রশিক্ষনে একজন আহত হয় NASA চিন্তায় পড়ে যায় সময় কম কাকে নেওয়া যায় সবার আঙ্গুল গিয়ে উঠে ফ্রেড এর দিকে।ফ্রেড এবং অন্য আরেকজন কে প্রশিক্ষন দেওয়া আরম্ভ করে যে ভালো করবে সে মঙ্গলে যাবে।
প্রশিক্ষনে ঘটে যায় অনেক হাস্যকর ঘটনা যা নিয়ে চিন্তিত পুরো ইউনিট কিন্তু সেদিকে নজড় নেই ফ্রেডের আপন মনে সে সব পরীক্ষা দিয়ে চলেছে যেন সে ওয়াশিং মেশিনে খেলছে ছোট বেলার মত। নিচে ট্রেনিং চলাকালীন কিছু চিত্র
এখানে তাকে হাই স্পিডে ঘুরানো হচ্ছে
দম পরীক্ষা চলছে
অবশেষে সবাইকে হারিয়ে ফ্রেড নির্বাচিত হয় মহাকাশে যাওয়ার জন্য। মহাকাশে রওনা হয়ে যায় আর বাথরুমে নিজেই ফ্ল্যাশ হয়ে যায় ফ্রেড। এছাড়াও ভ্রমন পথে সবাই ঘুমিয়ে কাটালেও ফ্রেড এর ট্যাবলেট নষ্ট হওয়ার কারনে একা কাটায় অনেক মাস একা কাটানো মাস গুলো দেখলে আপনিও হাঁসতে বাধ্য।অবশেষে মঙ্গলে পৌছায় সেখানে পা রাখার জন্য সিড়ি দিয়ে নামতে থাকে ফ্রেড দের বস কিন্তু পা পিছলে সিড়ি থেকে পড়ে গিয়ে মঙ্গলে সবার আগে পা রেখে ফেলেন ফ্রেড।এরপর মঙ্গল ভ্রমনে বের হলে ফ্রেড এর অক্সিজেন ট্যাংক ফুটো হয়ে যায় তাই দুই জনকে একটি ট্যাংক ব্যবহার করতে হবে কিন্তু পাইপটি স্যুট এর সাথে সংযুক্ত তবুও দুজনের একই ট্যাংক।


 ঘটে গেল বিপত্তি ফ্রেড এর পেট মোচড়ানো আরম্ভ সাথে বায়ু দূষন আর এর কারনে স্যুট ফুলে উঠা আর স্যুটে পাইপ একটা বরাদ্ধ দুজনের জন্য কি হতে পারে মুভি দেখে জেনে নিবেন।
উপরে তো কিছুই উল্লেখ করিনি একবার ডাউনলোড করে হিন্দী ডাবিং টা দেখে নিন গ্যারান্টি দিয়ে বলবো ভালো লাগবেই। আর আমি যদি সব বলে দেই তাহলে আপনারা কি দেখবেন জলদি ডাউনলোড করে দেখতে বসে যান পরিবার নিয়ে। 

রিভিউটি যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।





আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ সাইবার প্রিন্স